• আবহাওয়ার মুড বদল, পরপর ৫ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, রইল বিরাট আপডেট ...
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। কলকাতায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিল হাওয়া অফিস। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে বইবে ৩০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। 

    অন্যদিকে ঝাড়গ্রামেও জারি করা হয়েছে সতর্কতা। সেখানেও সন্ধ্যের পর প্রবল বেগে বইবে হাওয়া। জোরে বাতাসের সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলছে বৃষ্টির দাপট। সেখানেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার বিস্তীর্ণ অংশে বইবে ঝোড়ো হাওয়া।   

    দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং–এই সব জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হাওয়ার গতিও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত। কোচবিহার, মালদা জেলাতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

    মূলত দক্ষিণবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.‌৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম। 

    বিগত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলাতে ঝড়বৃষ্টি চলছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন ধরে চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। এরফলে বৈশাখের গরম থেকে খানিকটা হলেও স্বস্তি মিলেছে সকলের। যেখানে তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রির কাছে ছিল, সঙ্গে ছিল অস্বস্তিকর পরিবেশে সেখান থেকে অনেকটাই মুক্তি মিলেছে। 

    বৈশাখের এই ঝড়বৃষ্টিকে অনেকে কালবৈশাখী বলেও ডাকছেন। এই সময় প্রতি বছরেই এমন পরিবেশ তৈরি হয়ে থাকে। সেদিক থেকে দেখতে হলে এখন বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তবে টানা কয়েকদিন বৃষ্টির জেরে এখন তাপমাত্রার পারদ রাতের দিকে অনেকটাই নিচের দিকে থাকছে। সেটা বাড়তি স্বস্তি দিয়েছে আমজনতাকে। এই পরিস্থিতি আরও কয়েকদিন বজায় থাকবে।

     
  • Link to this news (আজকাল)