•  সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা...
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে শহরের একাধিক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার শহরের সমস্ত রুফ টপ রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত শহরের সমস্ত রুফ টপ রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। গত কয়েকদিনে শহরের একাধিক রেস্তোরাঁ, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    এমনকি, বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মেছুয়াবাজারের ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন লেগে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এরপরেই, শুক্রবার শহরের রুফ টপ রেস্তোরাঁগুলি নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুরসভা।

    এদিন, মেয়র ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘কলকাতা পুর নিযমবিধির ১১৭ নম্বর রুল/৪ অনুযায়ী, পুরসভার তরফে সমস্ত রুফ টপ রেস্তোরাঁর মালিকদের কাছে শীঘ্রই নোটিশ পাঠানো হবে। সেই নোটিশে স্পষ্টভাবে রেস্তোরাঁ বন্ধ করার নির্দেশ দেওয়া হবে’।

    কলকাতার মেয়র আরও জানিয়েছেন, যারা এই নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে যেকোনও রুফটপ রেস্তোরাঁর ক্ষেত্রে কড়া মনোভাব গ্রহণ করবে পুরসভা। সাম্প্রতিক ঘটনার পর ইতিমধ্যেই কমিশনার মনোজ ভার্মাকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের তরফে তালিকা দেওয়া হলে নোটিশ পাঠানো হবে সেই রেস্তোরাঁ গুলিকে।
  • Link to this news (আজকাল)