• সল্টলেকে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা...
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড। বিধাননগরের সল্টলেকের সেক্টর ফাইভের একটি রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন। শুক্রবার দুপুর ২টো নাগাদ আগুন লেগে যায় কারখানাটিতে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ফের আগুন লাগার ঘটনা ঘটল শহরে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভের কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রে ঠিক পাশেই অবস্থিত রাসায়নিক কারখানাটিতে এদিন দুপুরে আগুন লাগে। কারখানাটিতে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ উপস্থিত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশের আয়ুর্বেদ কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমে আগুন লেগেছিল কারখানাটির তিন তলায়। সেই আগুন দমকলকর্মীরা নেভাতে সক্ষম হন। কিছুক্ষণ পরে দ্বিতলে ফের আগুন লেগে যায় এবং বেশ কয়েকটি বিস্ফোরণও হয়। জানা গিয়েছে, গ্যাসের সিলিন্ডার ফেটে সেই বিস্ফোরণ হয়েছে। সেই আগুন নেভানোর চেষ্টা এখনও করে যাচ্ছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনার তদারকি করছেন তিনি। উপস্থিত রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার।  

    এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। লাঞ্চব্রেকের সময় আগুন লাগায় অল্প সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। আগুন দেখার সঙ্গে সঙ্গে তাঁরাও বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে চলে আসেন।

    পর পর চারদিন চারটি অগ্নিকাণ্ড ঘটল শহরে। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়ায় একটি হোটেলে বিধ্বংসী আগুন লেগে যায়। সেই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার লেকটাউনের দক্ষিণদাঁড়িতে একটি বহুতলে আগুন লেগে যায়। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।  বৃহস্পতিবার চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় আবার আগুন লাগার ঘটনা ঘটল।
  • Link to this news (আজকাল)