• শহর কলকাতায় এবার একদিনের কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার জঞ্জালের স্তুপ থেকে! ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য...
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব কলকাতার তপসিয়া থানা এলাকায় মাত্র একদিনের শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার পয়লা মে-এর দিন।

    গতকাল বৃহস্পতিবার সাত সকালের ঘটনা, দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে তপসিয়া রায়চরণ পাল লেনে রাস্তার ধারে গড়ে উঠেছে একটি ভ্যাট এলাকা। সেখানেই স্থানীয় এক ব্যক্তি একটি বালতির মধ্যে একদিনের এক শিশুকে দেখতে পায়। এরপর খবর দেয় আশেপাশের প্রতিবেশীদের। স্থানীয়রা দেখে বুঝতে পারে যে শিশুটি মৃত, কারণ স্থানীয়দের বক্তব্য শিশুটি নিথর অবস্থায় পড়েছিল। এরপর স্থানীয়রা পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ এবং শিশুকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

     স্থানীয়রা জানায়, প্রথমে স্থানীয়রা বুঝতে পারেনি, সেই বালতিতে কী ছিল, তারপরে কাছে যেতে দেখতে পায় একটি বাচ্চাকে ফেলে গেছে কেউ বা কারা। 

    উল্লেখ্য, পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতাল এবং পুলিশ সূত্রে খবর, এক গর্ভবতী মহিলা হাসপাতালের নাম চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হলে প্রিম্যাচিউর অর্থাৎ অকাল ভূমিষ্ঠ কন্যা সন্তান জন্ম নিলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর তাদের পরিবার সেই মৃত কন্যা সন্তানকে নিয়ে গিয়ে তপসিয়ার ভ্যাটে গিয়ে ফেলে আসে। আর এই নিয়েই তৈরি হয়েছে যথেষ্ট বিতর্ক এবং এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। পুলিশ খতিয়ে দেখছে সন্তান মৃত হয়ে জন্মেছিল অথবা অগ্রিম ভূমিষ্ঠের কারণে মৃত্যু হয়েছিল নাকি কন্যা সন্তান বলেই এ ধরনের ঘটনা! তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
  • Link to this news (আজকাল)