রক্তিমা দাস: শহরে কোনও রুফ টপ (Rooftop Resturant) রেস্তোরাঁ থাকবে না। সব রুফ টপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিল কলকাতা পুরসভা (KMC)। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানালেন, ছাদ অকুপাই করা যাবে না। বেশ কিছুদিন আগে ফিরহাদ জানিয়েছিলেন, 'আইনি কাগজপত্র না থাকলে ভেঙে ফেলা হবে'। কোন বহুতলের ছাদ দখল হয়ে গিয়েছে? বিক্রি কিংবা ভাড়া দেওয়া হয়েছে? পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগকে খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।