জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর, কতক্ষণ অন্তর পাবেন পরিষেবা?
প্রতিদিন | ০৩ মে ২০২৫
নব্যেন্দু হাজরা: জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী সোমবার থেকে ওই রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। তার ফলে ৫০ মিনিটের পরিবর্তে ২২ মিনিট অন্তরে ওই রুটে মিলবে মেট্রো।
মেট্রো রেল সূত্রে শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, এবার থেকে জোকা-মাঝেরহাট রুটে মোট ৪০টি মেট্রো চালানো হবে। আগে ওই রুটে আপ এবং ডাউনে ৯টি করে মাত্র ১৮টি মেট্রো চলত। ৫০ মিনিটের ব্যবধানে আগে ওই রুটে মেট্রো চলত। তবে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে কমবে ব্যবধানও। এবার ২২ মিনিট অন্তর ওই রুটে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট। আগে সকাল ৮টা ৫৫ মিনিটে শুরু হত যাত্রী পরিষেবা। আবার শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটের বদলে দুপুর ৩টে ২৮ মিনিটে পাওয়া যাবে।
এদিকে, জোকায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে আটটায় পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো দুপুর ৩টে ১০ মিনিটের পরিবর্তে ৩টে ২৮ মিনিটে শেষ পরিষেবা পাওয়া যাবে। জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা আগের মতোই সোম থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে। শনি এবং রবিবার পার্পল লাইনে যাত্রী পরিষেবা বন্ধই থাকবে।
এদিকে, এসপ্ল্যানেড-শিয়ালদহের মধ্যে মেট্রো চলাচল এখন শুধু সময়ের অপেক্ষা। গত রবিবার এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের লাইন পরিদর্শন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিংঘল। তাঁর পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল-সহ কলকাতা মেট্রোর অন্যান্য আধিকারিকরা। ট্র্যাক, টানেল, টানেল ভেনটিলেশন, এমার্জেন্সি রেসপন্স ফিচার-সহ যাত্রী পরিষেবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাঁরা খতিয়ে দেখেন। সূত্রের খবর, গোটা অংশের প্রস্তুতিতে সিআরএস সুমিত সিংঘল সন্তুষ্ট। এবার তিনি সবুজ সংকেত দিলেই এই লাইনে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ কি না সে বিষয়ে রাজ্য দমকল বিভাগের শংসাপত্র হাতে পেয়েছে মেট্রো। মেট্রোকর্তারা জানান, সাধারণ মানুষ এবার অপেক্ষার দিন গোনা শুরু করতে পারেন। আশা করা হচ্ছে, মাসখানেকের মধ্যেই হাওড়া-ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো ছোটা শুরু করবে। শিয়ালদহ-এসপ্ল্যানেড অংশ খুলে গেলে দীর্ঘ দেড় দশকের চেষ্টায় চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট- হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ।