• ভর দুপুরে মোটর সাইকেলের লক ভেঙে চুরি, ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর
    এই সময় | ০৩ মে ২০২৫
  • বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে ভর দুপুরে মোটরসাইকেলের ডিকির লক ভেঙে ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি। এমনই ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতান নগর বাজারে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। ভর দুপুরে এই রকম ঘটনায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে ওই এলাকার মানুষের মধ্যে।

    জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের নানা রাহি গ্রামের বাসিন্দা মোকলেসুর রহমান হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্ক থেকে দুই লক্ষ টাকা তুলে নিয়ে যায় গাড়ি কেনার উদ্দেশ্যে। গাড়ি পছন্দ না হওয়ায় সে ওই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে ২ কিলোমিটার আগেই সুলতান নগর বাজারে গাড়ির ডিকিতে দু লক্ষ টাকা রেখে কলা কিনতে যায়। হঠাৎ করে দেখে দুই দুষ্কৃতী তার গাড়ির দিকে এসে ডিকি ভেঙে ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি বলে দাবি স্থানীয়দের। তারপর হইচই শুরু হয়ে যায় ওই এলাকায়।

    সুলতান নগর বাজার এলাকার এক দোকানের সিসিটিভি ফুটেজে দেখা ওই দুজন দুষ্কৃতী একটি কালো রঙের পালসার গাড়ি নিয়ে আসে, একজনের মাথায় ছিল হেলমেট ও একজনের মুখে গামছা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ। বিভিন্ন জায়গায় নাকা চেকিং তল্লাশি চলছে।

    নানা রাহী গ্রামের বাসিন্দা মুখলেসুর রহমান বলেন, হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলাম। সুলতাননগর স্ট্যান্ডে মোটরবাইক টা রেখে একটা দোকানে ছিল। টাকাটা আমার মোটর বাইকের ডিকিতে রাখা ছিল। দোকান থেকে এসে দেখি গাড়ির ডিকি খোলা, আর ব্যাগ নাই। আশেপাশের মানুষজনকে বললাম, তারা বলছে, দু’জন বাইকের কাছে দাঁড়িয়ে ছিল। থানায় লিখিত অভিযোগ জানালাম।

  • Link to this news (এই সময়)