মেদিনীপুর স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে বিপত্তি। পা পিছলে ট্রেনের তলায় পরে যাওয়ার আগে মৃত্যুর মুখ থেকে প্রৌঢ়কে বাঁচলেন RPF-এর কর্মীরা। রোমহর্ষক সেই দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে মেদিনীপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মে। RPF সূত্রে খবর, ৩৮৮২৬ মেদিনীপুর-হাওড়া (ডাউন) লোকাল স্টেশনের ১নং প্ল্যাটফর্ম ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় বছর ৫৫-র এক প্রৌঢ় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন।
ঠিক সেই সময় ছুটে এসে ট্রেনের বগির হাতল ধরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ওই প্রৌঢ়। তাঁকে দেখতে পেয়েই ছুটে যান RPF কর্মীরা। ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা অংশ দিয়ে লাইনে পড়ে যাওয়ার আগেই প্রৌঢ়কে উদ্ধার করেন RPF কর্মীরা।
সন্ধ্যা নাগাদ RPF-এর তরফে সেই রোমহর্ষক সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। জানা গিয়েছে, প্রৌঢ়ের নাম বিমল দে। তাঁকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
মেদিনীপুর স্টেশনের এক RPF আধিকারিক জানান, ‘আমাদের তিনজন RPF কর্মী, এস. ধল, লেডি কনস্টেবল, এস. ঘোরি এবং লেডি কনস্টেবল কে. কুমারীর তৎপরতায় ৫৫ বছর বয়সী ওই প্রৌঢ়ের প্রাণ রক্ষা হয়। আমরা আবারও যাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, কখনওই চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করবেন না।’
RPF-এর অন্য এক আধিকারিক জানান, যাত্রীদের সচেতন করার জন্য তাঁরা বছরভর বিভিন্ন ভাবে প্রচার করেন। চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামার বিষয়ে সর্বদাই সতর্ক থাকতে বলা হয়। তারপরেও অসচেতনতার কারণে কিছু দুর্ঘটনা ঘটে।