• জলপাইগুড়িতে কাজ বন্ধের হুঁশিয়ারি সাফাইকর্মীদের
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বেতন বৃদ্ধির দাবিতে ১২ মে থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি পুরসভার সাফাইকর্মীরা। শুক্রবার তাঁরা লিখিতভাবে বিষয়টি জেলা প্রশাসন, জেলা পুলিস সুপার ও পুরসভা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। জলপাইগুড়ি সাফাই কর্মচারি একতা মঞ্চের সভাপতি প্রতাপ রাউত বলেন, গত বছরের জুলাই মাস থেকে আমরা পুরসভার অস্থায়ী সাফাইকর্মীদের বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে আন্দোলন করে চলেছি। এনিয়ে পুর কর্তৃপক্ষের সঙ্গে ন’বার বৈঠক হয়েছে। তাদের তরফে প্রতিবারই আশ্বাস দেওয়া হয়েছে। প্রত্যেক বৈঠকে বলা হয়েছে, পরের মাস থেকে আমাদের দাবি মেনে নয়া বেতন কাঠামো তৈরি করা হবে। কিন্তু আখেরে কিছুই হয়নি। সম্প্রতি আমরা বিষয়টি জেলা প্রশাসনকেও লিখিতভাবে জানাই। জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে আমাদের দাবিদাওয়া নিয়ে বৈঠক ডাকার আর্জি জানানো হয়। বৈঠকে পুরসভাকেও ডাকা হোক বলে জানিয়েছিলাম আমরা। কিন্তু এখনও পর্যন্ত সে ব্যাপারে জেলা প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা কাজ বন্ধের পথে হাঁটতে বাধ্য হচ্ছি। এদিকে, সাফাইকর্মীরা কাজ বন্ধের হুঁশিয়ারি দিতেই এদিন ফের পুর কর্তৃপক্ষের তরফে তাঁদের দাবি মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। সাফাইকর্মী সংগঠনের সভাপতি প্রতাপ রাউত বলেন, পুরসভার ভাইস চেয়ারম্যান আমাদের এদিন ডেকেছিলেন। তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। কিন্তু আমরা আর মুখের কথায় বিশ্বাস করতে রাজি নই। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, সাফাই কর্মীদের প্রতিনিধি দলের সঙ্গে এদিন আলোচনা হয়েছে। সমস্যা মিটে গিয়েছে। সাফাইকর্মীরা মে মাস থেকে তাঁদের বর্ধিত বেতন পাবেন।
  • Link to this news (বর্তমান)