• ফালাকাটা হাইস্কুল মাধ্যমিকের মেধা তালিকায় এবারই প্রথম
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • বিদ্যুৎকান্তি বর্মন, ফালাকাটা: এবারের মাধ্যমিক পরীক্ষার ফলে মেধা তালিকায় প্রথম দশের মধ্যে সম্ভাব্য ষষ্ঠ ও সপ্তম স্থান অধিকার করে আলিপুরদুয়ার জেলার মুখ উজ্জ্বল করল ফালাকাটার দুই পরীক্ষার্থী। দু’জনই ফালাকাটা হাইস্কুলের ছাত্র। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার সকালে ফল ঘোষণা করতেই খুশির হাওয়া ছড়ায় ফালাকাটাজুড়ে। আঞ্চ দে ষষ্ঠ হয়েছে, তার প্রাপ্ত নম্বর ৬৯০। অন্যদিকে, দেবার্ঘ্য দাসের প্রাপ্ত নম্বর ৬৮৯, মেধা তালিকায় তার স্থান সপ্তম। দু’জনই ইঞ্জিনিয়ার হতে চায়। তাদের ফলে গর্বিত ফালাকাটা হাইস্কুল কর্তৃপক্ষ। এই ফল স্কুলের ইতিহাসে প্রথম বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের। 

    আঞ্চ বাংলা, ভৌতবিজ্ঞান ও ভূগোলে ১০০ করে, ইংরেজিতে ৯৭, অঙ্কে ৯৯, জীবনবিজ্ঞানে ৯৬ এবং ইতিহাস ৯৮ নম্বর পেয়েছে। ছেলের ফলে খুশি পরিবারের সকলে। আঞ্চ বলে, পরীক্ষার আগে নিয়ম মেনে প্রতিদিন পাঁচ থেকে ছ’ঘণ্টা করে পড়তাম। প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা গৃহশিক্ষক ছিলেন। ভালো ফল আশা করেছিলাম। বিজ্ঞান নিয়ে পড়ব। ইঞ্জিনিয়ার হতে চাই। অবসর সময় ছবি আঁকা, দাবা ও ক্রিকেট খেলতে ভালো লাগে। 

    ফালাকাটা শহরের ১ নম্বর ওয়ার্ডের আশুতোষপল্লিতে বাড়ি আঞ্চর। বাবা প্রসেনজিৎ দে হাসপাতালের অস্থায়ী কর্মী ও মা অপর্ণা দে গৃহবধূ। অপর্ণাদেবী বলেন, ছেলে মেধা তালিকায় স্থান করে নিয়েছে, ভাবতেই পারছি না। এই খুশি আমরা সকলের মধ্যে ভাগ করে নিতে চাই। ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়। ও যাতে ওর লক্ষ্যে পৌঁছতে পার তার চেষ্টা করে যাব আমরা। 

    শহরের ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে বাড়ি দেবার্ঘ্য দাসের। সে ৬৮৯ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে। ফালাকাটা হাইস্কুলেরই ছাত্র দেবার্ঘ্য বাংলা, অঙ্ক ও ইতিহাসে ৯৯ করে, ইংরেজিতে ৯২, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান ও ভূগোলে ১০০ করে নম্বর পেয়েছে। সে ইঞ্জিনিয়ার হতে চায়। ওর বাবা বিপ্লব দাস ওষুধ ব্যবসায়ী, মা মণিষা মৈত্র স্বাস্থ্যকর্মী। ছেলের এই ফলে খুশির হাওয়া দাস পরিবারে। দেবার্ঘ্য বলে, গান-বাজনা, খেলাধুলো করি। তবে পরীক্ষার আগে প্রতিদিন পাঁচ-ছ’ঘণ্টা করে পড়েছি। একাদশে বিজ্ঞান নিয়ে পড়ব। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চাই। 

    আলিপুরদুয়ার জেলায় ফালাকাটার দুই পড়ুয়া মেধা তালিকায় নাম তুলে নেওয়ায় খুশি ফালাকাটাবাসী। দুই কৃতী ছাত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তাদের প্রশংসা করছেন সকলেই। ফালাকাটা হাইস্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ রক্ষিত বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম মাধ্যমিকে আমাদের স্কুল থেকে ষষ্ঠ এবং সপ্তম স্থান পেলাম। উচ্চ মাধ্যমিকে র‌্যাঙ্ক করলেও মাধ্যমিকে এটা বড় প্রাপ্তি। আঞ্চ এবং দেবার্ঘ্য আমাদের গর্ব। স্কুলের ২০ জন ৬০০’র উপরে নম্বর পেয়েছে। আমরা পরবর্তী বছরগুলিতে এই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করব।
  • Link to this news (বর্তমান)