• কৃষ্ণনগর পুরসভায় চালু বায়োমেট্রিক হাজিরা, বিক্ষোভ
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সাফাইয়ের কাজে ফাঁকিবাজি আটকাতে কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করেছে কৃষ্ণনগর পুরসভা। তারই প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে কৃষ্ণনগর পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান কনজারভেন্সি দপ্তরের সাফাইকর্মীরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বে হাতে দলীয় পতাকা নিয়ে এদিন তাঁরা পুরসভা চত্বরে বিক্ষোভ দেখান। পাশাপাশি, শুক্রবার বিকেলে চেয়ারপার্সনকে ঘেরাও করে রাখেন চেয়ারপার্সন-বিরোধী কাউন্সিলাররা। দাবি, নিয়ম মেনে বাজেট পাশের রেজলিউশন কপি তাঁদের দিতে হবে। বিরোধী কাউন্সিলার পলাশ দাস বলেন, বাজেট পাশের কপি আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা নিয়ম মেনে করা হয়নি।

    সাফাইকর্মীদের অভিযোগ, শুধুমাত্র তাঁদের উপরই বায়োমেট্রিক সিস্টেম চালু করা হয়েছে। অথচ, অন্যান্য দপ্তরের কর্মীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত এমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, যদি বায়োমেট্রিক চালুই করতে হয়, তবে তা প্রত্যেক দপ্তরের কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হোক। শুক্রবার কৃষ্ণনগরের সমস্ত ওয়ার্ডে সাফাই কাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হন সাফাইকর্মীরা।

    যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, বর্তমানে এটি একটি পাইলট প্রকল্প। প্রথম ধাপে কনজারভেন্সি দপ্তরে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য দপ্তরেও তা চালু করা হবে।

    পুরসভার চেয়ারপার্সন রীতা দাস বলেন, পুরসভায় সাফাইকর্মীর সংখ্যা সবচেয়ে বেশি। তাই তাঁদের ক্ষেত্রেই পাইলট প্রজেক্ট হিসেবে বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন দপ্তরেও এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। সাফাইয়ের কাজে শৃঙ্খলা আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে‌।

    বিক্ষোভকারী রাজকিশোর দাস বলেন, আমরা চাই সকলের জন্যই এই বায়োমেট্রিক ব্যবস্থা চালু করা হোক। কিন্তু শুধুমাত্র সাফাইকর্মীদের জন্যই এই নিয়ম চালু করা হয়েছে। তাই আমরা আন্দোলন করছি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)