নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রেলের সংরক্ষিত শহর চিত্তরঞ্জনে অব্যাহত দুষ্কৃতী তাণ্ডব। কোয়ার্টারের ভিতরে থাকা রেলকর্মীকে অচৈতন্য করে তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার শ্রমিক দিবসের দিনে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রেলকর্মী তরুণ রাজুকে ভর্তি করা হয় চিত্তরঞ্জনের কস্তুরবা গান্ধী হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক মহলে তীব্র ক্ষোভ দেখা দেয়। চিত্তরঞ্জন শহরে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিসের পাশাপাশি রয়েছে আরপিএফের বিশেষ বাহিনী। সেখানে রয়েছেন আইজি পদমর্যাদার অফিসার। পুলিস ও আরপিএফের জোড়া নজরদারি সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত, তা নিয়ে উঠছে প্রশ্ন।ডিসি সন্দীপ কাররা বলেন, চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে।চিত্তরঞ্জনের ৪৩নম্বর রাস্তার ৭-এর এ কোয়ার্টারটি অশোক ভট্টাচার্যের। তিনি শহরের বাইরে নতুন বাড়ি তৈরি করেছেন। গৃহপ্রবেশ উপলক্ষ্যে তিন রাত সেখানে থাকতে হবে। পরিবার নিয়ে তাই সেখানেই ছিলেন তিনি। এদিকে, বিভিন্ন কোয়ার্টারে একের পর এক চুরির ঘটনা ঘটছে। তাই কোয়ার্টার নিরাপদে রাখতে সহকর্মী তরুণ রাজুকে ‘রাত পাহারা’র দায়িত্ব দেন অশোকবাবু। বৃহস্পতিবার সকালে রাজুবাবুকে কোয়ার্টারের বাইরে বের হতে না দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। তাঁরা কোয়ার্টারে ঢুকে দেখেন বাইরের দরজা ভাঙা। ভিতরে অচৈতন্য অবস্থায় উপুড় হয়ে পড়ে রয়েছেন ওই রেলকর্মী। হাঁক-ডাকেও তাঁর হুঁশ ফেরেনি। তাঁকে দ্রুত শহরের রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোয়ার্টারে থাকা আলমারি ভাঙা ছিল। খবর পেয়ে ছুটে আসেন শ্রমিক নেতারা। নিরাপত্তার গাফিলতি নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা।