• আজ বার্নপুরে আসছে চৈতন্য মহাপ্রভুর পাদুকা, ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আজ শনিবার  রাখা থাকবে চৈতন্য মহাপ্রভুর পাদুকা। যা ঘিরে ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ। বার্নপুর টাউন পুজো কমিটির উদ্যোগেই এই আয়োজন। সেজন্য সেজে উঠেছে বারি ময়দান। গড়ে তোলা হয়েছে বিশেষ মঞ্চ। ভক্তদের বসার জন্য টাঙানো হয়েছে শামিয়ানা। নিশ্ছিদ্র নিরাপত্তায় আনা হচ্ছে হিন্দু ধর্মের অন্যতম বাহক চৈতন্যদেবের পাদুকা। উদ্যোক্তাদের দাবি, পশ্চিম বর্ধমানে প্রথমবার এই পাদুকা আসছে। যার সাক্ষী থাকতে মানুষের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস রয়েছে। বার্নপুর টাউন পুজো কমিটির পৃষ্ঠপোষক সুদেষ্ণা ঘটক বলেন, আমাদের জেলার প্রথমবার প্রভুর পাদুকা আসতে চলেছে। যা দেখতে ভক্তদের প্রবল আগ্রহ রয়েছে। 

    জানা গিয়েছে, পুলিস পাহারায় চৈতন্যদেবের জোড়া পাদুকা বার্নপুর স্টেশনের সামনে আসবে। সেখান থেকে বণার্ঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওই পাদুকা মন্দিরে নিয়ে যাওয়া হবে। পুষ্পবৃষ্টি করার পাশাপাশি নবদ্বীপ থেকেই কীর্তনের দল আসছে। তারা হরিনাম করতে করতে পাদুকা নিয়ে যাবেন। তারপর মন্দিরে শুরু হবে বিশেষ পুজো। সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এসে অনুষ্ঠানে যোগ দেবেন। রাতে পাদুকা মন্দিরেই থাকবে। পরের দিন রবিবার তা ফের নবদ্বীপের উদ্দেশে রওনা দেবে।  

    পদাধিকার বলে বার্নপুর টাউন পুজো কমিটির সভাপতি হলেন ইস্কোর ইডি(ফিনান্স) অরূপ মুখোপাধ্যায়। পুজো কমিটির সম্পাদক শিবশঙ্কর চক্রবর্তী বলেন, আমাদের পুজো ৮২ বছরের পুরনো। বার্নপুরের মানুষ এই মন্দির চত্বরে ভিড় করেন। পাদুকা পুজো অনুষ্ঠান ঘরে শহরজুড়ে উৎসাহ রয়েছে।  বার্নপুরের বারি ময়দান।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)