• জেলার ‘মানরক্ষা’ প্রজ্জ্বলের
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: সদ্য প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে নদীয়া জেলা থেকে মাত্র একজন মেধা তালিকায় স্থান পেয়েছে। শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয়ের ছাত্র প্রজ্জ্বল দাস রাজ্যে নবম স্থানাধিকারী। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। প্রজ্জ্বলের এই সাফল্যে শান্তিপুরের পাশাপাশি সারা জেলার মানুষ গর্বিত। মধ্যবিত্ত পরিবারের সন্তান প্রজ্জ্বল। ছোটবেলা থেকেই লেখাপড়া ও নতুনকে জানার প্রতি তার ঝোঁক স্কুলশিক্ষক ও আত্মীয়দের নজর কাড়ে। নিজের সেই একাগ্রতা, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ এই অসাধারণ ফল করে নদীয়া জেলার ‘মানরক্ষা’ করতে পেরেছে সে।

    তবে ভালো ফলের জন্য দিনরাত পাঠ্যবইয়ের পাতায় মুখ গুঁজে বসে থাকা নয়, ‘ব্যক্তিগত জীবন’কেও পর্যাপ্ত সময় দিয়েছে প্রজ্জ্বল। কোনও নির্দিষ্ট রুটিন মেনে নয়, বরং সুযোগ পেলে পড়াশোনাতেই বেশি স্বচ্ছন্দ সে। প্রজ্জ্বল বলল, আমার পড়াশোনার কোনও বাঁধাধরা সময় ছিল না। যতক্ষণ ভালো লাগত, ততক্ষণ পড়তাম। যখন ভালো লাগত না, তখন অন্য কাজ করতাম। সবমিলিয়ে, দিনে পাঁচ ঘণ্টার বেশি পড়িনি। তবে শুধু লেখাপড়া করাই নয়, খেলাধুলার জন্যও পর্যাপ্ত সময় দিয়েছি। প্রজ্জ্বলের বাবা প্রদ্যুৎকুমার দাস শান্তিপুর কলেজে নন-টিচিং স্টাফ হিসেবে কর্মরত। ছোটবেলা থেকেই মেধাবী প্রজ্জ্বলকে নিয়ে তার পরিবারের অনেক আশা প্রদ্যুৎবাবু বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী। ওর একাগ্রতা বরাবরই আমাদের অবাক করেছে। সেই অধ্যবসায় দেখে আগে থেকেই আন্দাজ করেছিলাম, ভালো ফল করবে। আমরা আরও একটু বেশি নম্বর আশা করেছিলাম। তবু ওর এই কৃতিত্বে আমরা গর্বিত। মার্কশিট হাতে পেলে বুঝতে পারব, কোন কোন বিষয়ে নম্বর কম হয়েছে। প্রতিটি বিষয়েই পৃথক গৃহশিক্ষক ছিল প্রজ্জ্বলের। স্কুলের শিক্ষক ও টিউটরদের পাশাপাশি তার এই সাফল্যে পরিবারের অবদান রয়েছে বলে প্রজ্জ্বল জানিয়েছে। শুক্রবার সকালে মাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকেই শান্তিপুরের দাস পরিবারে উৎসবের আমেজ। আত্মীয়, পড়শি, বন্ধুবান্ধবরা শুভেচ্ছা জানাতে ভিড় করছেন। প্রযুক্তি ও সফটওয়্যারে গভীর আগ্রহ রয়েছে প্রজ্জ্বলের। ভবিষ্যতে আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় সে। তার এই স্বপ্নপূরণের পথে আগামী দিনে আরও সাফল্য আসুক-এমনটাই চান দাস পরিবারের প্রতিবেশী সহ পুরো শান্তিপুরবাসী। প্রজ্জ্বলের স্কুলের শিক্ষকরা জানালেন, তার এই কৃতিত্ব আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। • প্রজ্জ্বল দাসকে মিষ্টিমুখ করানো হচ্ছে। শান্তিপুরে তোলা নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)