নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরা থানা এলাকার ডি সি দে রোডে একটি বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম বাপন দোলুই (৩১)। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ট্যাংরা থানার পুলিস এসে যুবককে এন আর এস মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। অন্যদিকে, মেটিয়াবুরুজের মোল্লাপাড়ার ফুটপাতে অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লালবাজার জানিয়েছে, মৃতের নাম রফিক (৬৫)।
অন্যদিকে, বড়তলার কালীদত্ত স্ট্রিটে ছাত থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন সৌরভ পাল (৬২) নামে এক বৃদ্ধ। শুক্রবার সন্ধ্যায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বড়তলা থানায় খবর দেওয়া হলে পুলিস তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়।