সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিএ পরিচয়ে ব্যাঙ্ক থেকে ৪০ লক্ষ হাতানোর চেষ্টা, ওড়িশা থেকে পাকড়াও যুবক
বর্তমান | ০৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব (পিএ) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এক ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করে তাঁর অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকা পাঠাতে বলে পিএ বলে পরিচয় দেওয়া ওই যুবক। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় অভিযোগ জানানো হয় থানায়। পাশাপাশি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, সাংসদ কাউকে এমন কোনও নির্দেশ দেননি। ফোন কলটি এসেছিল ওড়িশা থেকে। এরপর ফোনের সূত্র ধরে লালবাজারের গোয়েন্দারা ওড়িশা থেকে সুরয মহানন্দা নামের ওই যুবককে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করেন তদন্তকারীরা। বিচারক অভিযুক্তকে ১৩ মে পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন।
মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় আদালতে বলেন, অভিযুক্ত যুবক শুধুমাত্র ফোনই করেনি, সে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিশ্বাস অর্জনের জন্য সাংসদের নামে একটি ভুয়ো লেটারহেড বানিয়ে তাতে টাকা পাঠানোর আর্জি জানিয়েছিল। সেই নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ২৫ এপ্রিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। কলকাতা পুলিসের গোয়েন্দারা তদন্তে নেমে
জানতে পারেন, অভিযুক্ত যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলেছিল, সেটি একটি বেসরকারি ব্যাঙ্কের। পুলিস জানিয়েছে, এই ঘটনার পিছনে একটি ‘চক্র’ জড়িত। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা ব্যাঙ্কের ভূমিকাও খতিয়ে দেখছেন বলে খবর।