• পৃথক অভিযানে দু’কুইন্টাল গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
    বর্তমান | ০৩ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, উলুবেড়িয়া:  পৃথক দু’টি অভিযান চালিয়ে প্রায় দু’কুইন্টাল গাঁজা উদ্ধার হল হাওড়া থেকে। বৃহস্পতিবার ধুলাগড় টোল প্লাজা থেকে ১০০ কেজি গাঁজা সহ পাঁচজনকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। অভিযুক্তরা সকলেই ওড়িশার বাসিন্দা। দু’টি গাড়িতে চাপিয়ে এই গাঁজা ওড়িশা থেকে কলকাতায় আনা হচ্ছিল। বেঙ্গল এসটিএফ-এর কাছে খবর ছিল, দুটি ট্রাকে করে গাঁজা কলকাতায় আসবে। সেই মতো এসটিএফ-এর টিম বৃহস্পতিবার রাতে ধুলাগড় টোল প্লাজার কাছে অপেক্ষা করছিল। সেখানে ওই দুটি ট্রাক আসামাত্র আটক করা হয়। কলকাতায় কাদের কাছে এই মাদক যাওয়ার কথা ছিল জানার চেষ্টা করছে এসটিএফ। 

    অন্যদিকে, ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার বীরশিবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল উলুবেড়িয়া থানার পুলিস। বৃহস্পতিবার বিকেলে পুলিসি অভিযানে ৯৪.৭৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে ২টি চারচাকা গাড়ি ও ৬টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিস। গাঁজা পাচারের অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভোগপুরের বাসিন্দা শেখ সামসুর, পশ্চিম বর্ধমানের সমীর জানা, পূর্ব মেদিনীপুরের পারিত গ্রামের বাসিন্দা শক্তি সেনাপতি ও ভরত সেনাপতি এবং হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা যাজ্ঞিক মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া থানার পুলিসের কাছে খবর আসে ফলের গাড়িতে গাঁজা পাচার করা হবে। সেইমতো এদিন বিকেলে জাতীয় সড়কে বীরশিবপুরের কাছে নাকা তল্লাশি শুরু করে উলুবেড়িয়া থানার পুলিস। একটি লাল রঙের চারচাকা গাড়িকে আটক করে। পাশাপাশি একটি ফলের গাড়িতে তল্লাশি চালিয়ে আম-কাঁঠালের নীচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিস। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান ওড়িশার সম্বলপুর থেকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)