নিজস্ব প্রতিনিধি, বারাসত: বমাল ধরা পড়ল এক অস্ত্র কারবারি। অশোকনগর থানার পুলিস সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে। নাম গফফর মোল্লা (৩৯)। বাড়ি আমডাঙার বোদাই গ্রাম পঞ্চায়েতের বেলু গ্রামে। অশোকনগরের দিঘড়া-মালিকবেড়িয়া এলাকায় গুলি ও বোমাবাজি কাণ্ডে এই গফ্ফরই আগ্নেয়াস্ত্র ‘সাপ্লাই’ করেছিল বলে জানতে পারে পুলিস। অস্ত্র কেনাবেচায় আর কে কে জড়িত তাকে জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৮ এপ্রিল রাতে হিজলিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র কারবারি গফ্ফর মোল্লাকে পুলিস গ্রেপ্তার করে। বারাসত আদালত তাকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। সে যে অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত, তা স্বীকারও করেছে সে। জেরার বয়ানের ভিত্তিতে বৃহস্পতিবার আমডানঙার বেলু গ্রামে গফ্ফরের গোপন ডেরা থেকে একটি সেভেন এমএম পিস্তল ও একটি ওয়ান শাটার উদ্ধার করে পুলিস। সে কত বছর ধরে এই কারবার করছে, তা জানার চেষ্টা চলছে। বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, দিঘড়া-মালিকবেড়িয়া গ্রামে গুলি, বোমাবাজির ঘটনায় পুলিস ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করেই পুলিস গফ্ফরের নাম জানতে পারে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। স্থানীয় কাউন্সিলার সঞ্জয় রাহা বলেন, ধৃত গফ্ফর মোল্লা অস্ত্র বিক্রির ব্যবসা করত। তাকে গ্রেপ্তার করে পুলিস বড়সড় সাফল্য পেল। এর পিছনে আর কারা আছে, তাদের খুঁজে বের করুক পুলিস।