আইনজীবীদের মারধর, সাত পুলিস আধিকারিকের বিরুদ্ধে রুল জারি
বর্তমান | ০৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে হাওড়া আদালত চত্বরে আইনজীবীদের মারধরের ঘটনায় সাত পুলিস আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ভাবনা গুপ্তা, বিশাল গর্গ, ভি এস আর অনন্ত নাগ, গোলাম সারোয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং ও রাজর্ষি দত্তর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হচ্ছে। এই সাত আধিকারিককে ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৫ জুন।
অন্যদিকে, দিন কয়েক আগে হাইকোর্ট চত্বরে বিচারপতি ও আইনজীবীদের হেনস্তার ঘটনায় কলকাতা পুলিস কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ। আদালতের নির্দেশ, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। আদালতের অবমাননা ফৌজদারি অপরাধ। ভবিষ্যতে আর যাতে এই ঘটনা না হয় সুনিশ্চিত করবেন কলকাতার পুলিস কমিশনার। কারা অভিযুক্ত অনুসন্ধান করে রিপোর্ট দেবেন তিনি। পাশাপাশি কুণাল ঘোষ, রাজু দাস সহ অভিযুক্ত ১৫ জনকে নোটিস পাঠানোর নির্দেশও দিয়েছে আদালত।