মধ্যমগ্রাম ও বনগাঁয় ট্রাকের ধাক্কায় মৃত ২, অশোকনগরে জখম মহিলা
বর্তমান | ০৩ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: বুধবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত উত্তর ২৪ পরগনায় পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু’জনের। মধ্যমগ্রাম চৌমাথার কাছে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী চঞ্চল বিশ্বাস, অন্য ঘটনাটি হয়েছে বনগাঁর মতিগঞ্জ ৩ নম্বর টালিখোলা এলাকায় বনগাঁ-বাগদা সড়কে। এখানে লরির চাকায় পিষে গিয়ে মৃত্যু হয়েছে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার। তিনি ভিক্ষাবৃত্তি করতেন।
বুধবার রাতে মধ্যমগ্রাম চৌমাথার কাছে যশোর রোড ধরে হাঁটছিলেন সঙ্গীতশিল্পী চঞ্চল বিশ্বাস। সেই সময় একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে তাঁকে। তার জেরেই মৃত্যু হয় এই শিল্পীর। তাঁর বাড়ি বারাসতের বাদুতে। তিনি একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন। সঙ্গীতশিল্পী হিসেবে চঞ্চলবাবুর বেশ জনপ্রিয়তা ছিল। তিনি মূলত আধুনিক বাংলা গান গাইতেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, চঞ্চলবাবু গানপ্রিয় মানুষ ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বেদনাদায়ক।
বনগাঁর ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। মতিগঞ্জ ৩ নম্বর টালিখোলা এলাকায় বনগাঁ-বাগদা সড়কের পাশে একটি পেট্রল পাম্পের সামনে ছায়ায় বসেছিলেন ওই বৃদ্ধা। সারাদিন ভিক্ষা করে যেটুকু উপার্জন করেছিলেন তিনি, তা ওখানে বসেই গুনছিলেন তিনি। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। লরিটি কুঠিবাড়ির দিক থেকে এসে ওই পেট্রল পাম্পে তেল নিতে ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারায় বলে জানা গিয়েছে। ওই বৃদ্ধার নাম, ঠিকানা জানা যায়নি। স্থানীয়দের দাবি, চালকের পরিবর্তে সেই সময় খালাসি লরি চালাচ্ছিল। ঘটনার পর সে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিস। তারা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে।
তৃতীয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে অশোকনগরের কচুয়া মোড় সংলগ্ন এলাকায়। এখানে একটি চারচাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় স্কুটারের। এই ঘটনায় মারাত্মক জখম হয়েছেন স্কুটার চালক অশোকনগরের মানিকতলার বাসিন্দা নন্দিনী সিং। স্কুটার নিয়ে তিনি কচুয়া মোড়ের দিকে আসছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা চারচাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর। ছিটকে পড়েন নন্দিনী। স্থানীয় লোকজনই তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যান অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে।