নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্রমিক স্বার্থ বিরোধী পদক্ষেপ করছে কেন্দ্রের বিজেপি সরকার। সমাবেশ থেকে এই আওয়াজ তুললেন তৃণমূল সরকারের মন্ত্রী এবং সাংসদরা। তাঁদের স্পষ্ট দাবি, কেন্দ্রের নয়া শ্রম কোড বাংলায় মানা হবে না। বৃহস্পতিবার ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, শ্রমিকরাই আমাদের সমাজের সম্পদ, দেশের গর্ব। আমরা আমাদের শ্রমিকদের নিয়ে গর্বিত। তাঁদের আন্তরিক শুভেচ্ছা জানাই।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সমাজের মেরুদণ্ড হলেন শ্রমিকরা। তাঁদের নিরলস প্রচেষ্টা ও কর্তব্যের মধ্যে দিয়ে সমাজ এগিয়ে চলেছে।’ রাজ্যের শ্রমিক কল্যাণ পর্যদের পক্ষ এদিন মৌলালি রামলীলা ময়দানে একটি সমাবেশের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার শ্রমিক-কর্মচারী সেখানে হাজির হন। ওই সভায় রাজের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, ‘কেন্দ্রের নয়া শ্রম কোড শ্রমিকস্বার্থ বিরোধী। এই আইন পশ্চিমবঙ্গে কার্যকর হবে না। আসল শ্রমিক দরদি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা তার অন্যতম প্রমাণ।’
এই সভাতেই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে ৩৫ লক্ষের বেশি মানুষ উপকৃত হচ্ছেন, তার তথ্য পেশ করেন সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘শ্রমিকদের বিভ্রান্ত করা, তাঁদের উপর আঘাত আনতেই কেন্দ্রের নয়া শ্রম কোড। তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’ এদিকে তৃণমূল ভবনেও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কর্মসূচি নেওয়া হয়। সাংসদ দোলা সেন, তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার প্রমুখ হাজির ছিলেন। কেন্দ্রের বিজেপি সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের তীব্র নিন্দা করেন তৃণমূল নেতৃত্ব।