জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দলের একটাই নেতা নরেন্দ্র মোদী। দিলীপ বিতর্কে এবার বিজেপি কর্মী-সমর্থকদের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'আমাদের কোন নেতা নেই। আমরা বাকি সবাই সদস্য'।
উদ্বোধনের দিনেই সস্ত্রীক দীঘায় জগন্নাথ মন্দিরে। দলের বিরুদ্ধে দিলীপ ঘোষ? বিতর্ক অব্যাহত গেরুয়াশিবিরে। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে যখন নাগাড়ে আক্রমণ করে চলেছেন বিজেপি নেতারাই, তখন সরাসরি প্রতিক্রিয়া এড়িয়েছেন শুভেন্দু। তাঁর সাফ কথা, 'কারও ব্যক্তিগত বিষয়, তাঁর মন্তব্য়, কাজের ধরণ, প্রেম-প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন নিয়ে মন্তব্য করি না'।
আজ, শুক্রবার মেদিনীপুর শহরে সিপাই বাজার বিজেপি কার্যালয়ে কর্মিসভা হাজির ছিলেন শুভেন্দু। সেখানে দিলীপ ঘোষ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আমাকে কেউ দয়া করে এই সমস্ত প্রশ্ন করবেন না। আমার স্পষ্ট অবস্থান মমতা ভাগাও, হিন্দু বাঁচাও। আর কোন উত্তর প্রশ্ন ভাষণ নেই আমার'। এর আগে, দিঘা সফরের পর মেদিনীপুরের সিপাই বাজারে বিজেপি কার্যালয়ে কাছে দিলীপের বিরুদ্ধে পোস্টার পড়েছিল। যাতে লেখা ছিল, 'তৃণমূলের দালাল।'