• ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ০৩ মে ২০২৫
  • প্রতিদিনই কলকাতা-সহ একাধিক জেলায় মেঘলা আকাশের দেখা মিলছে। দুপুরের পর থেকে আকাশ কালো করে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, তো কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে শুক্রবার কলকাতায় বৃষ্টি না হলেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত।

    পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখী হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভবনা রয়েছে। জানা গিয়েছে, পূর্ব এবং পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়ও সক্রিয় ঘূর্ণাবর্ত। যার ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কিন্তু শনিবার উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় শনি ও রবিবার প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। এই জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

    রবিবার কেমন থাকবে আবহাওয়া

    রবিবার দক্ষিণবঙ্গের সাত থেকে আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই আট জেলা হলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া।

    সোম এবং মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া

    এই দু’দিন কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। এই দু’দিন দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়ের গতিবেগ কিছুটা কমতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

  • Link to this news (এই সময়)