• মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ১৮ থেকে বেড়ে দৈনিক ৪০ ট্রেন পার্পল লাইনে
    এই সময় | ০৩ মে ২০২৫
  • এই সময়: কলকাতা মেট্রোর পার্পল লাইনের যাত্রীদের জন্য সুখবর। শুক্রবার সন্ধ্যায় মেট্রো জানিয়েছে, এতদিন জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশে প্রতিদিন আপ ও ডাউন লাইনে ন’টি করে মোট ১৮টি ট্রেন চলত।

    কিন্তু সোমবার (৫ মে) থেকে দৈনিক আপ ও ডাউন লাইনে ২০টি করে ট্রেন চলবে। অর্থাৎ পার্পল লাইনে ট্রেনের সংখ্যা ১৮ থেকে বেড়ে ৪০ হচ্ছে।

    এতদিন পার্পল লাইনের যাত্রীরা ট্রেন পেতেন ৫০ মিনিট পর পর। এ বার এই লাইনে ট্রেনের প্রতীক্ষাও কমবে। সোমবার থেকে আপ ও ডাউন, দুই লাইনেই ২২ মিনিট পর পর ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

    তবে শনি ও রবিবার আগের মতোই এই লাইনে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা মেট্রো জানাচ্ছে, মাঝেরহাট থেকে জোকার দিকে যাওয়ার প্রথম ট্রেন এ বার থেকে সকাল ৮টা ৫৫–র পরিবর্তে সকাল ৮টা ২৭–এ ছাড়বে। জোকা থেকে সকালের ট্রেন ছাড়ার (৮টা ৩০) সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।

    মাঝেরহাট থেকে দিনের শেষ ট্রেন বিকেল ৩টে ৩৫–এর পরিবর্তে ৩টে ২৮–এ এবং জোকা থেকে দিনের শেষ ট্রেন বিকেল ৩টে ১০–এর পরিবর্তে ৩টে ২৮–এ ছাড়বে।

  • Link to this news (এই সময়)