কলকাতা: সকালে রোদ। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই মেঘের ঘনঘটা। কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশ। সেইসঙ্গে ঝড়-বৃষ্টি। গত কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই দৃশ্য দেখা গিয়েছে। আজ, শনিবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকালে আকাশ আংশিক পরিষ্কার থাকলেও দুপুর অথবা বিকেলের পরে মেঘের সঞ্চার হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সেইসঙ্গে হাল্কা অথবা মাঝারি বৃষ্টি ও বজ্রপাত।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বৃষ্টির জেরে গত কয়েকদিনে হঠাৎ কমেছে কলকাতার তাপমাত্রা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গত ২ মে থেকে বিগত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়নি।
আগামী ৮ মে পর্যন্ত গোটা রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। তারপর ১৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও উত্তরবঙ্গের মালদহ ও দুই দিনাজপুরে জেলায় তাপমাত্রা বাড়বে। ওই সময়ে ব্যাপকভাবে না-হলেও দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও ৮ তারিখের পর ঝড়বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর দীর্ঘকালীন পূর্বাভাসে এটা জানিয়েছে।