• 'আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি'
    হিন্দুস্তান টাইমস | ০৩ মে ২০২৫
  • আমি সৌজন্য দেখিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখাতে পারেননি। তাঁর দিঘা সফর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

    দিলীপবাবু বলেন, ‘আমি কারও সমর্থন চাই না। আমি নিজের নীতি মেনে চলি। দিল্লিতে যখন হাজার হাজার লোক নিয়ে যোগদান করানো হয়েছিল আমাকে ডাকা হত। আসুন, যোগদান করান। আমি বলেছিলাম, আমি বাংলায় রাজনীতি করি। এখানে পাঠান, এখানে জয়েন করবে, এখানে রাজনীতি করবে। নাহলে আমি ভরসা করি না। দিল্লির লোক হয়তো বলতে পারে, কথা শোনে না। ওটা আমার কাজ না। আমি জানি আমার কাজ কোনটা।

    আমি কারও সামনে কোনও দিন হাত জোড় করে দাঁড়াইনি। দিল্লি গিয়ে কারও সাক্ষাৎ চাইনি। কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। সেজন্য যারা আজ বড়বড় কথা বলছেন তারা বিভিন্ন দল থেকে এসেছেন।’

    এর পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপবাবু বলেন, ‘আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে গিয়ে উনি তো দেখাতে পারেননি। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন… আজকে ওনাকে মন্দির করতে হয়েছে, রাম নবমীর মিছিল করতে হচ্ছে তৃণমূলকে। সেই তো করতে হল। কেন যাননি উনি? উনি সৌজন্য দেখাননি। দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)