• Breaking News Live: গোয়ার মন্দিরের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ অভিষেকের
    এই সময় | ০৩ মে ২০২৫
  • শনিবারে ভোররাতে গোয়ার শিরগাওয়ে লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্টের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। এ বার গোয়ার মন্দিরের এই ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে শনিবার এক্সে তিনি একটি পোস্ট করেছেন।

    মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পর দিনই প্রকাশিত হলো মাদ্রাসার রেজ়াল্ট। শনিবার সকালে প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। চলতি বছরে পরীক্ষায় বসেছিলেন ৬০,৩৭৪ জন। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মেয়েদের সংখ্যা ২৪,৩৫৩ জন ও ছেলেদের সংখ্যা ৩৬,০২১ জন।

    পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ভারত পাকিস্তান থেকে সকল পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    শনিবার সকাল দশটা নাগাদ মেদিনীপুরের একটি সুপারমার্কেটে আগুন লাগে। সুপারমার্কেটের কর্মীরা ফায়ার এক্সটিংগুইস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকার। জানা গিয়েছে, সুপার মার্কেটের এসি থেকে আগুন লেগেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ইন্দ্রজিৎ পানিগ্রাহী এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু।

    মাধ্যমিকের পর আজ হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার রেজ়াল্ট রেরিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শনিবার এক্সে একটি পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।’

    আইপিএলে আজ মুখোমুখি ধোনি ও বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০টি ম্যাচ খেলে জিতেছে সাতটিতে। অন্য দিকে, চেন্নাই সুপার কিংস ১০টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। আজ বেঙ্গালুরু জিতলে তারা শীর্ষে চলে যেতে পারবে। বেঙ্গালুরুর পাল্লা ভারী হলেও আজ কে জিতবে সেই দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

    শুক্রবার কলকাতা শহরের আকাশ মেঘে ঢাকা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। তবে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

    পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এই ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়ে গিয়েছে। এমন আবহে প্রায়দিনই পাকিস্তানের বিরুদ্ধে কোনও না কোনও পদক্ষেপ করছে ভারত। নয়াদিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এ দিকে গত সপ্তাহে প্রতি রাতেই কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তানি সেনা। যদিও তার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনা। বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে ভারত আর কী কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।

  • Link to this news (এই সময়)