• মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য খড়দহে
    এই সময় | ০৩ মে ২০২৫
  • মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করা ছাত্রের রহস্যমৃত্যুতে তীব্র শোরগোল পড়েছে উত্তর ২৪ পরগনার খড়দহে। শনিবার সকালে খড়দহের পাতুলিয়ায় একটি আম গাছের তলা থেকে তার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলের খুব কাছেই তার বাড়ি। পুলিশ জানিয়েছে, ছাত্রের কোমর থেকে পা পর্যন্ত একাধিক হাড় ভাঙা ছিল। এটি খুন, না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। কী কারণে তার মৃত্যু তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ।

    ছাত্রের পরিবার সূত্রে খবর, মাধ্যমিকে ভালো রেজ়াল্ট করার পর সে বেশ খুশিতে ছিল। কিন্তু শুক্রবার রাতে একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। ফোনে কথা বলার পরই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অভিযোগ, এর পর শনিবার সকালে একটি আমগাছের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তরুণের বাবাই এ দিন সকালে প্রথম ছেলের দেহ দেখতে পান। তারপর পরিবারের বাকি সদস্যরা জানতে পারেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর, তদন্তে নেমে প্রথমে পুলিশ ছাত্রের মোবাইল ফোন খতিয়ে দেখছে। যে অচেনা নম্বরটি থেকে তরুণের কাছে ফোন এসেছিল তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। এর পাশাপাশি, ওই ছাত্রের ফোনের সমস্ত কল রেকর্ড-সহ মোবাইলের লোকেশন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে এখন শোকের ছায়া। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

  • Link to this news (এই সময়)