• ‘যদি লক্ষ্য ঠিক থাকে…’, মাদ্রাসা ফাজিল পরীক্ষায় প্রথম ইয়ামিন চায় অধ্যাপক হতে
    এই সময় | ০৩ মে ২০২৫
  • ছেঁচা বেড়ার ঘর, বাড়িতে টিনের চাল। ঝড়জলে ঘরে থাকাই দায়। সেইরকমই একটি ঘরের পিছনে একটি ভাঙাচোরা কাঠের তাকে সাজানো বই-খাতা। সেগুলিই সর্বক্ষণের সঙ্গী ইয়ামিনের। মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় এ বার রাজ্য থেকে প্রথম হয়েছে ইয়ামিন শেখ। প্রাপ্ত নম্বর ৫৬২। তার এই সাফল্য আশা ভরসা জোগাচ্ছে পরিবারের সকলকে। ছেলে স্বপ্ন দেখে অধ্যাপক হওয়ার। অভাবের সংসারেও ছেলেকে সর্বোতভাবে সহায়তা করার কথা জানালেন মা-বাবা।

    দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খেরিয়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ইয়ামিন শেখ। অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা ইয়ামিনের সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। ইয়ামিনের বাবা ইব্রাহিম শেখ পেশায় একজন গাড়িচালক। মাসে ৬-৭ হাজার টাকা আয়ে কোনওরকমে সংসার চালান তিনি। ছেলের ফল দেখে আপ্লুত তিনি।

    ইয়ামিনের বক্তব্য, এই সাফল্য তার পরবর্তী জীবনে পথ চলার অনুপ্রেরণা। ভবিষ্যতে অধ্যাপক হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আগ্রহী সে। তার মতে, ‘কোনও কঠিন পরিস্থিতিও স্বপ্নকে থামাতে পারে না। যদি লক্ষ্য ঠিক থাকে, এগিয়ে যাওয়া যায়। আমিও সেই চেষ্টা করে যাচ্ছি।’

    ইব্রাহিম শেখ বলেন, ‘ছেলে অনেক কষ্ট করে পড়েছে। ওর এই ফলাফল আমাদের জন্য গর্বের। তবে যদি কিছু সাহায্য পেতাম, তা হলে ওকে আরও ভালোভাবে পড়াতে পারতাম।’ মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন, ইয়ামিন শুরু থেকেই মেধাবী ও মনোযোগী ছাত্র ছিল। শিক্ষকদের কথা মেনে চলত এবং নিয়মিত পড়াশোনা করত। স্কুলের পক্ষ থেকেও তাকে সবরকম সহায়তা করা হয়েছে। ইয়ামিনের মা বলেন, ‘সকলের আশীর্বাদে ও আজ এত ভালো ফল করেছে। আমি খুবই খুশি।’

  • Link to this news (এই সময়)