• মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য ...
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ খড়দহের পাতুলিয়ায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শনিবার সকালে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ওই পড়ুয়া ভাল নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল। ফলে খুশি ছিল ওই পড়ুয়া ও তাঁর পরিবার। 

    শনিবার সকালে ওই পড়ুয়ার দেহ উদ্ধার হয়ে বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের তলায়। কি এমন ঘটল যে কারণে পড়ুয়ার এই মর্মান্তিক পরিণতি তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। পড়ুয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এটি খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার মানুষ এই ঘটনায় শোকস্তব্ধ। শোকস্তব্ধ মৃত পড়ুয়ার পরিবার। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    পরিবারের দাবি, শরীরের একাধিক হাড় ভাঙা রয়েছে। পরিবারের দাবি, ফলপ্রকাশের পর সারাদিন আনন্দে কাটিয়েছে সে। বন্ধুদের সঙ্গে মজা করেছিল। রাতে খাওয়া–দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিল। তবে রাতে একটা ফোন আসার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানিয়েছে পরিবার। তারপর শনিবার বাড়ির সামনে আম গাছের তলায় উদ্ধার হয় ছেলের দেহ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের মনে প্রশ্ন, ওই পড়ুয়া আম গাছের তলায় কেন গেল?‌ আম পাড়তে না অন্য কোনও কারণে?‌ বাড়ির লোকও বুঝে উঠতে পারছে না কী এমন ঘটল যে তাঁকে আম গাছের তলায় যেতে হল।
  • Link to this news (আজকাল)