একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব ...
আজকাল | ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস আগে থেকেই ছিল। এবার শনিবার বিকেল হতেই রাজ্যের সাতটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যাবে বলে আগাম সতর্কতা জারি করল হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টি না হলেও শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি ও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। অন্তত বুধবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সেখানে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়াতেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। পাশাপাশি থাকবে বৃষ্টির দাপট। পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি অংশেও থাকবে কালবৈশাখীর দাপট। সেখানেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটের বেগে বাতাসের সঙ্গে থাকবে বৃষ্টির খেলা।
হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব রাজস্থানের কাছে। এটি উত্তর ওড়িশা এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এরফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা, বাংলাদেশের উপকূলের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতি অবধি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। থাকছে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা।
রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে পশ্চিমের বেশ কিছু জেলা–সহ দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং–সহ উপরের জেলাগুলিতে। দার্জিলিং থেকে সমতলের মালদা পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৈশাখের গরমকে খানিকটা স্বস্তি দিয়েছে এই কালবৈশাখী। এরফলে তাপমাত্রার পারদ অনেকটাই নিচের দিকে থাকবে বলেই মনে করছে সকলে।