মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত ...
আজকাল | ০৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারীরা। সামশেরগঞ্জে অশান্তির দিন জোড়া খুনের ঘটনায় এখনও পর্যন্ত এসটিএফ এবং ‘সিট’ এবং জঙ্গিপুর পুলিশের আধিকারিকদের হাতে মোট আটজন গ্রেপ্তার হলেন।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ জানান, ‘গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানা এলাকা থেকে নুরুল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করার হয়েছে। ওই যুবক জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ধৃত যুবকের পুলিশি হেফাজতের আবেদন করে তাকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে’।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বছর কুড়ির নুরুল সামশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা-পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর ওই ব্যক্তি খুনের ঘটনার পর থেকেই পলাতক। গ্রেপ্তারি এড়ানোর জন্য বারবার আস্তানা বদল করছিল অভিযুক্ত। অবশেষে শনিবার সকালে ফরাক্কার একটি গোপন ডেরা থেকে নুরুলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি ধৃত নুরুল নিজে বাবা ছেলেকে খুন করেছিল’। জঙ্গিপুর পুলিশ জেলার এক কর্তা জানান, খুনের ঘটনার পর এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে জঙ্গিপুর পুলিশ জেলার তদন্তকারী এবং ‘সিট’-এর সদস্যরা। একটি ফুটেজে নুরুলকে মৃত বাবা-ছেলের বাড়ির কাছে তরোয়াল হাতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। পুলিশ সূত্রের আরও খবর, জোড়া খুনের ঘটনায় এর আগে যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একাধিক অভিযুক্ত জাফরাবাদে খুনের ঘটনায় নুরুলের প্রত্যক্ষভাবে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।