দুলাল খুনে ধৃত তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয় ভেঙে দিল রেল
দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৫
ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় ভেঙে দিল রেল কর্তৃপক্ষ। রেলের জায়গা দখল করে কার্যালয় তৈরি করেছিলেন তিনি। নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত ক্লাবও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শনিবার ইংরেজবাজার থানার পুলিশ, ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের বহিষ্কৃত নেতার কার্যালয়।
নরেন্দ্রনাথ তিওয়ারি বর্তমানে জেলে রয়েছেন। তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে তাঁকে। স্থানীয় সূত্রে খবর, কাউন্সিলর থাকাকালীন ওই কার্যালয় থেকে পুরসভার কাজকর্ম পরিচালনা করতেন নরেন্দ্র। পরে ওই কার্যালয় থেকে দলের কাজ করতেন তিনি। দুলাল খুনের পর নরেন্দ্রনাথ গ্রেপ্তার হলেই ওই এলাকার কয়েক জন সংশ্লিষ্ট বেআইনি নির্মাণটি ভাঙার জন্য রেলের কাছে আবেদন জানান। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল।
প্রথমেই নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত ক্লাব ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। এরপর নরেন্দ্রনাথের কার্যালয়ও ভেঙে দেওয়া হয়। উল্লেখ্য, গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে। ওই ঘটনায় মালদহ টাউনের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি-সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সম্প্রতি মালদহ আদালতে জামিনের আবেদন জানান নরেন্দ্রনাথ তিওয়ারি। আদালত অবশ্য সেই আবেদন খারিজ করে দিয়েছে।