• ১৭ দিন আগে জন্ডিসে মৃত্যু, মাধ্যমিকে স্কুল টপার থৈবি
    দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৫
  • গত এপ্রিলেই জন্ডিস প্রাণ কেড়েছে আসানসোল উমারানি গড়াই স্কুলের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়ের। ঠিক ১৭ দিন পর মাধ্যমিকের রেজাল্ট বেরোতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। পরীক্ষায় স্কুলের মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়েছে থৈবি। তার প্রাপ্ত নম্বর ৬৭৪।

    মাধ্যমিক পরীক্ষার আগেই থৈবির জন্ডিস ধরা পড়ে। চিকিৎসার জন্য তাঁকে ভেলোরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর লিভার ট্রান্সফারের পরামর্শ দেন। এই চিকিৎসা বেশ খরচসাপেক্ষ। প্রায় ১ কোটি টাকা খরচ হবে বলে জানান চিকিৎসকরা। এরপরই স্কুল, বন্ধুবান্ধব, শহরবাসী থৈবিকে অর্থ সাহায্য করতে এগিয়ে আসে। তবে তা সত্ত্বেও ১ কোটি টাকা জোগাড় করা সম্ভব হয়নি। সব মিলিয়ে ৪৫ লক্ষ টাকা জোগাড় করা হয়েছিল। অসুস্থ শরীরেই সে মাধ্যমিক পরীক্ষায় বসে। পরিবার সূত্রে খবর, পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে তাঁকে পরীক্ষা দিতে হয়েছিল।

    থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। মা পিউ মুখোপাধ্যায় ঘর সামলান। শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হতেই তাঁরা জানতে পারেন, থৈবি স্কুলের মধ্যে সবথেকে বেশি নম্বর পেয়ে পাশ করেছে। বাংলায় তার প্রাপ্ত নম্বর ৯৯, অঙ্কে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৫ এবং ভূগোলে ৯৫। এরপরই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও থৈবির রেজাল্ট দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাঁদের দাবি, পরীক্ষা দেওয়ার সময় তাঁর শরীর ভালো থাকতে সে হয়তো রাজ্যের টপার হতে পারত।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)