বাংলার পর্যটন আজ এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে। এমনটাই মনে করছেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে রাজ্যে যেভাবে পর্যটন পরিকাঠামো উন্নত হয়েছে এবং নতুন কেন্দ্র তৈরি হয়েছে, তাতে বাংলার প্রতি বিদেশি পর্যটকদেরও আগ্রহ বেড়েছে।
সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পর উপকূল অঞ্চলে পর্যটক সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘যেভাবে উন্নয়ন হচ্ছে, তাতে খুব শীঘ্রই বাংলা দেশের মধ্যে পর্যটনে এক নম্বরে আসবে। আমাদের লক্ষ্য বাংলাকে সবার উপরে নিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, ‘আগে দুর্গাপুজোর সময় শহরের বড় বড় হোটেলগুলো খালি পড়ে থাকত। এখন সেসব হোটেলে জায়গা পাওয়াই দুষ্কর। বাংলার পুজো দেখতে ভিড় করছেন দেশ-বিদেশের মানুষ। এটা আমাদের গর্বের বিষয়।’ রাজ্যের পরিকল্পিত উদ্যোগে পর্যটন যেমন নতুন দিশা পাচ্ছে, তেমনই রাজ্যের অর্থনীতিও আরও শক্তিশালী হচ্ছে বলে মত প্রশাসনের।