• ২৫০টিরও বেশি ভুয়ো নথি তৈরি আজাদের! আরও তথ্য চাইছে এনআইএ
    দৈনিক স্টেটসম্যান | ০৩ মে ২০২৫
  • জাল পাসপোর্ট তৈরির ঘটনায় বিরাটি থেকে গ্রেপ্তার করা হয়েছিল আজাদ মল্লিককে। আদালতে ইডি চাঞ্চল্যকর দাবি করে জানিয়েছিল, ধৃত আজাদ আসলে পাকিস্তানের নাগরিক। তাঁর থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো নথি। জানা গিয়েছে, কেবল নিজের জন্য নয়, অন্যদেরকেও ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন আজাদ। বিশেষ করে তিনি অনেক বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে নতুন তথ্য। তাঁদের তদন্ত অনুযায়ী, আজাদ প্রায় ২৫০টিরও বেশি ভুয়ো নথি তৈরি করেছিলেন। এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আজাদের সম্পর্কে এনআইএ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইডির কাছ থেকে তাঁরা আজাদ সম্পর্কে তথ্য চেয়ে পাঠিয়েছে।

    জানা গিয়েছে, প্রায় ১৩ বছর আগে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিলেন আজাদ। মাঝে মধ্যেই আস্তানা বদল করে থাকতেন। তদন্তকারী অফিসারদের কাছে প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করেছিলেন তিনি। বাংলাদেশে তাঁর পরিবার রয়েছে। ইডি সূত্রে খবর, নিজের পাকিস্তানি পরিচয় গোপন করতে আজাদ নিজেকে বাংলাদেশি বলে দাবি করতেন। তাঁর বাড়ি তল্লাশি করে পাকিস্তানি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। সেখান থেকেই আজাদের প্রকৃত নাম সামনে এসেছে। তাঁর নাম আহমেদ হোসেন আজাদ ওরফে আজাদ হোসেন।

    এছাড়াও, তাঁর নামের দু’টি ভোটার কার্ড এবং অনেকগুলি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে। তাঁর মোট চারটি জন্ম শংসাপত্রের হদিস মিলেছে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পাওয়া গিয়েছে ২ কোটি ৬২ লক্ষ টাকা। এতো টাকা তিনি কিভাবে পেয়েছেন সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও প্রতারণার অভিযোগে পুলিশের জালে ধরা পড়েছিল আজাদ। পরবর্তীতে সে জামিন পেয়ে যায়। সে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তা তদন্ত করে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৮ মে পর্যন্ত আজাদ মল্লিকে ইডি হেফাজতে রাখা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)