শ্রীকান্ত ঠাকুর: ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে গেল বেশ কিছু বাংলাদেশীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে। অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছে তাদের পরিবার ও গ্রামবাসীরা।
জানা গিয়েছে, বাংলাদেশীদের কাছে অপহৃত হওয়া যুবকরা হলেন ফিলিপ সোরেন (৩৪) ও অবিনাশ টুডু (২৩)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি। প্রতিদিনের মতো শুক্রবার কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্তে জমিতে জল সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ ও অবিনাশ। জমিতে জল নেওয়ার পর ভারতীয় সীমান্তে গাছ তলায় শুয়ে ছিলেন। অভিযোগ, সেই সময় কিছু বাংলাদেশি তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়।দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং।
স্থানীয় সূত্রে খবর, দুই বাংলাদেশি দুই যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাঁদের আটক করে BSF। সেই রাগেই দুই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দুই দেশের ফ্ল্যাগ মিটিং শেষে দুই ভারতীয় যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয় এবং দুই বাংলাদেশীকে ছেড়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, পহেলগাঁওর নারকীয় কাণ্ডের পর এবার বিরাট পদক্ষেপ ভারতের। পাকিস্তানকে পরে, আগে বাংলাদেশকে বুঝে নেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে, ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশ রাইফেলের (বর্তমান বিজিবি) প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমান। বর্তমানে বাংলাদেশের ইনডিপেনডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান।
সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছিলেন, 'ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চিনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। এটা স্ট্র্যাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত, পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে চিনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের,পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া।'