• বসন্ত বৌরি-ময়না-কোকিল, লাঠির আগায় ছুরি বেঁধে পাখি শিকার উত্তরে, মাংসের লোভে নির্বিচারে হত্যা?
    প্রতিদিন | ০৩ মে ২০২৫
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: পরপর পাখি শিকারের ঘটনায় তোলপাড় কামাখ্যাগুড়ি এলাকা। একের পর এক মেরে ফেলা হয়েছে নীলকণ্ঠী-বসন্ত বৌরি, ময়না, ঘুঘু ও কোকিল। পক্ষীপ্রেমীদের অভিযোগ, মাংস খাওয়ার জন্যই লাঠির আগায় সূচালো ছুরি বেঁধে পাখিগুলোকে মারা হয়েছে। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
  • Link to this news (প্রতিদিন)