সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পর কলকাতার সব রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। এবার এক এক করে নোটিস দেওয়া হচ্ছে রেস্তরাঁগুলির মালিকদের। এরপরও তা বন্ধ না হলে কড়া পদক্ষেপ করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। কিছুদিনের মধ্যে এই সংক্রান্ত বৈঠকও হবে বলে জানা গিয়েছে। সেখানে শহরের বিভিন্ন হোটেলগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা কীভাবে ঢেলে সাজানো যায় তা নিয়ে আলোচনা হবে।
শহরে একাধিক হোটেল, রেস্তরাঁয় আগুন লাগা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বড়বাজারের এক হোটেলে আগুন লাগার পর সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সারপ্রাইজ ভিজিটে পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসে যান মমতা। অব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তারপরই কলকাতা পুরসভা আপাতত সব রুফটপ রেস্তরাঁ বন্ধের কথা ঘোষণা করে পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথমে রেস্তরাঁর মালিকদের তা বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। শুক্রবার রাত থেকেই অভিযানে নেমেছে পুরসভা।
শুক্রবারই পুরসভা এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে ছাদ ব্যবসার কাজে ব্যবহার করা যাবে না। রুফটপ রেস্তরাঁগুলিকে অবিলম্বে সরাতে হবে। মেয়র শুক্রবার বলেন, “ছাদে চলা রেস্তরাঁগুলি বন্ধ করতে হবে। নিচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারে। সেই জন্যই এই সিদ্ধান্ত।” এবার রেস্তরাঁগুলিকে নোটিস পাঠানো শুরু করল পুরসভা।