• ফ্ল্যাটে সিঁড়ির দরজায় তালা দেওয়া থাকে? ছাদ নিয়ে বড় নির্দেশিকা কলকাতায়
    হিন্দুস্তান টাইমস | ০৩ মে ২০২৫
  • রুফটপ রেস্তরাঁ করা যাবে না কলকাতায়। এনিয়ে আগেই জানিয়েছিলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এবার ছাদ নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা।কার্যত ছাদের যাতে ফ্ল্যাটের আবাসিকরা সহজেই যেতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।

    শনিবার এই নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। সেই পুর নির্দেশিকায় কী কী বলা হয়েছে একবার দেখে নিন।

    ১) খোলা ছাদের উপর কোনও মিউটেশন অনুমোদন করা হবে না।

    ২) ছাদের দরজা বা ছাদে যাওয়ার সিঁড়ির দরজা তালা বন্ধ করে রাখা যাবে না।

    ৩) ছাদ হল কমন এরিয়া। সেখানে বিল্ডিংয়ের সকলেই যাতে যেতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। সেখানে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা দেওয়া যাবে না। সেখানে যাতায়াতের ক্ষেত্রে কোনও বাধা নেই। সেখানে দখলদারিও চলবে না। কমন করিডর সবসময় ফাঁকা রাখতে হবে। অগ্নিকাণ্ডের সময় বড় বিপদ হলে তা যাতে এড়ানো যায় তার জন্য় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

    ৪) সমস্ত কমন করিডর, ছাদের ওঠার সিঁড়ি কিংবা ছাদ থেকে নামার সিঁড়ি যাতে খোলা থাকে তার ব্যবস্থা করতে হবে। কারণ বিপদে পড়লে কেউ যদি ছাদে উঠতে চান অথচ দেখা যায় যে সেই ছাদের ওঠার সিঁড়ি তালাবন্ধ রয়েছে তবে সমস্যা হতে পারে।

    ৫) বিল্ডিংয়ের যে কমন এরিয়াগুলি রয়েছে কমন প্যাসেজ রয়েছে, সিঁড়ি বা ছাদের ওঠার যে জায়গা রয়েছে সেগুলিতে যাতে মালপত্র না থাকে সেটা নিশ্চিত করতে হবে। কারণ সেখানে জিনিসপত্র রাখা হলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হবে।

    সূত্রের খবর, এই ধরনের নির্দেশিকা কেবলমাত্র ফ্ল্যাট বা আবাসনের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানা গিয়েছে। অর্থাৎ যেখানে একই ছাদের তলায় অনেকগুলি ফ্ল্যাট তাদের জন্যই এই নির্দেশিকাটা লাগু হচ্ছে। অর্থাৎ বড় কোনও বিপদ হয়ে গেলে ছাদে গিয়ে মানুষ যাতে আশ্রয় নিতে পারেন বা নিরাপদে নেমে আসতে পারেন সেকারণেই এই নির্দেশিকা।

    এদিকে সম্প্রতি বড়বাজারের হোটেলে আগুন লেগেছিল। সেই সময় দেখা গিয়েছিল সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়েছিলেন অনেকে। সেখান থেকে অনেককে উদ্ধার করা হয়। এদিকে এবার ছাদ নিয়ে এল নয়া নির্দেশিকা। সেই সঙ্গেই একাধিক রুফটপ রেস্তরাঁ ভাঙার কাজ শুরু হয়েছে। পার্কস্ট্রিটে একটি রুফটপ রেস্তরাঁর বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)