• রেজাল্ট ভালো হয়নি? মন খারাপ? তাদের জন্যও বার্তা মমতার
    হিন্দুস্তান টাইমস | ০৩ মে ২০২৫
  • সবাই যে বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করবে এমনটা নয়। বহু পরীক্ষার্থী রয়েছে যাদের ফল প্রত্যাশা মতো হয় না। আবার অনেকে পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারে ফল ভালো হবে না। পরীক্ষার ফল বের হওয়ার পরেও দেখা যায় তাদের ফলাফল ভালো হয়নি। মন খারাপ লাগে। আগামী দিনে কীভাবে এগোবে তা নিয়ে পরীক্ষার্থীদের যেমন চিন্তা থাকে তেমনই চিন্তা থাকে অভিভাবকদের।

    তবে এবার কেবলমাত্র কৃতীদের নয়, যাদের ফল ভালো হল না তাদের জন্যও বার্তা দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

    তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন,

    'হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে।

    তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক – সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি।

    আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।

    তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো।'

    মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরেও তিনি এইভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি লিখেছেন, ‘যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে।’

    মন খারাপ নয়, চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বার্তা।

    বাস্তবিকই সাফল্য়ের ভিড়ে, নম্বরের ভিড়ে হারিয়ে যায় অনেকেই যাদের নম্বরটা ঠিকঠাক করে ওঠেনি। আস্তে আস্তে হতাশা গ্রাস করে তাদের। মন খারাপ হয়। অভিভাবকরা নানা কথা শোনান। উদ্বেগ বাড়ে অভিভাবকদের। অনেকে আবার মাঝপথে পড়া ছেড়ে দেয়। তবে এবার সেই সেই ছাত্রছাত্রীদের জন্যও বার্তা দিলেন মমতা। যাদের উপর পড়ে না প্রচারের আলো। পেছনের বেঞ্চে থাকা সেই মধ্য়মেধার ছাত্রছাত্রীদেরও উৎসাহ দিলেন মুখ্য়মন্ত্রী। কীভাবে লড়াই করে ফের ঘুরে দাঁড়াতে হয় সেজন্য উৎসাহ দিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

    বাস্তবিকই মাধ্যমিক পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে ভর্তির জন্য নানা সমস্যা হয়। তবে পরীক্ষায় যাদের ফল ভালো হয়নি তাদেরকেও উৎসাহ দিয়েছেন মমতা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)