• সাইবার প্রতারণায় সল্টলেকের বৃদ্ধ খোয়ালেন ১ কোটি ১৪ লক্ষ, ‘মাস্টারমাইন্ড’ ধৃত ঝাড়গ্রামে
    এই সময় | ০৩ মে ২০২৫
  • ‘ডিজিটাল গ্রেপ্তারি’র শিকার হন সল্টলেকের অশীতিপর এক বৃদ্ধ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছিল ১ কোটি ১৪ লক্ষ টাকা। প্রতারণার মূল চক্রীকে শনিবার ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম সন্দীপ মিশ্র। ধৃতকে আজ বিধাননগর আদালতে তোলা হবে।

    পুলিশ সূত্রে খবর, প্রতারিত বৃদ্ধের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা। তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতে এ দিন ভোরবেলা ঝাড়গ্রামের লালগড় থানা এলাকায় অভিযান চালায় বিধাননগর সাইবারের একটি দল। অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে সন্দীপ মিশ্রকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন-সহ ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ।

    গত কয়েক বছরে ‘ডিজিটাল গ্রেপ্তারি’র বাড়বাড়ন্ত হয়েছে গোটা দেশ জুড়ে। ইতিমধ্যেই সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেপ্তারির মতো জালিয়াতির ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কয়েকমাস আগেই ১,৭০০টিরও বেশি স্কাইপ এবং ৫৯,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছিল ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার।

    রাজ্যের একাধিক জায়গায় নতুন কায়দার এই সাইবার জালিয়াতির শিকার হচ্ছে নাগরিকরা। সাধারণত, অডিয়ো এবং ভিডিয়ো কলের মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে। নিজেদের CBI, ED বা পুলিশ আধিকারিক বলে পরিচয় দেয় প্রতারকরা। গ্রাহকদের নানা ভয় দেখিয়ে আর্থিক প্রতারণা করা হয়। এই ধরনের সমস্যায় পড়লে অবিলম্বে সাইবার ক্রাইম হেল্পলাইন (1930) কিংবা ন্যাশনাল সাইবার রিপোর্টিং পোর্টাল (cybercrime.gov.in) যোগাযোগ করতে বলা হয়।

  • Link to this news (এই সময়)