• সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ঘোরাঘুরি, আটক করতেই ফাঁস বড় রহস্য, হইচই হাওড়ায়
    এই সময় | ০৩ মে ২০২৫
  • সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে ঘোরাঘুরি করছিল এলাকায়। সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। হাওড়ার জগৎবল্লভপুরে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়। তাকে জিজ্ঞসাবাদ করে জানা যায় বড় তথ্য। পুলিশ সূত্রে খবর, এই যুবকই মাস খানেক আগেই ঘুসুড়ির প্রাক্তন পুরপিতার বাড়িতে চুরির ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু সিভিক ভলান্টিয়ারের পোশাক সে পেল কোথা থেকে? তদন্ত করছে পুলিশ। 

    গতমাসে হাওড়ার ঘুসুড়িতে প্রাক্তন তৃণমূল পুরপিতা রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়ে তাতে চাঞ্চল্য ছড়ায়। কারণ ছবিতে দেখা যায় একজন সিভিক ভলান্টিয়ার পাখা চুরি করে নিয়ে যাচ্ছে। সেই চোর অধরা ছিল এতদিন। 

    শনিবার বিকেলে জগৎবল্লভ পুরের রামেশ্বরপুর গ্রামে এক যুবককে সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায়। ওই এলাকায় এ দিন কালী পুজোর প্রস্তুতি চলছিল। যুবককে দেখে প্রথম সন্দেহ হয় এলাকায় কর্তব্যরত অন্য সিভিক ভলান্টিয়ারদের।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগতবল্লভ পুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই অসঙ্গতি ধরা পড়ে। যুবককে তৎক্ষণাৎ থানায় নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ধৃত যুবক হাওড়ার বালিটিকুরি এলাকার বাসিন্দা। যুবককে জেরা করা জানা গিয়েছে, প্রাক্তন পুরপিতার বাড়ি-সহ একাধিক জেলায় সে চুরির সঙ্গে যুক্ত। সিভিক ভলেন্টিয়ার সেজে সে চুরি করে। যুবকের বক্তব্যে আরও বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশের পুলিশ সুপার সুবির্মল পাল বলেন, ‘যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে কোনও সিভিক ভলেন্টিয়ার নয়। গোটা ঘটনা তদন্ত করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)