• ‘বাপের বেটি’, মাধ্যমিকে মেয়ের প্রাপ্ত নম্বর মিলে গেল বাবার সঙ্গে...
    এই সময় | ০৪ মে ২০২৫
  • মাঝে ২৮ বছরের ব্যবধান। মাধ্যমিকে বাবা যে নম্বর পেয়ে পাশ করেছিলেন, মেয়ের রেজাল্ট বেরোতেই দেখা গেল, সেই একই নম্বর। বাপ-বেটির এই মিল দেখে সকলেই বেশ গদগদ। এ বছর হাওড়ার উলুবেড়িয়া বীণাপাণি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছে সৌরিনি বাগ। তার প্রাপ্ত নম্বর ৬৫১। ১৯৯৭ সালে মাধ্যমিক পাশ করেছিলেন সৌরিনির বাবা নারায়ণ বাগ, তিনিও পেয়েছিলেন ৬৫১।

    পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার মোহাড় ব্রহ্মময়ী হাইস্কুল থেকে ১৯৯৭ সালে মাধ্যমিক পাশ করেন নারায়ণ বাগ। ২০২৫ সালে তাঁর মেয়ে সৌরিনি হাওড়ার উলুবেড়িয়ার স্কুল থেকে মাধ্যমিক পাশ করল। বাবা-মেয়ের প্রাপ্ত নম্বর এক হলেও, শতাংশে হিসেবে সৌরিনি বাবাকে হারিয়ে দিয়েছে। ৯৩ শতাংশ নম্বর পেয়েছে সে। বাবা নারায়ণ বাগ পেয়েছিলেন ৮১.৩৭ শতাংশ নম্বর। মেয়ের রেজাল্টে দারুণ খুশি বাবা নারায়ণ বাগ, মা সঙ্গীতা দাস বাগ।

    নারায়ণ বাগ সরকারি চাকরি করেন। এখন কোচবিহারে কর্মরত। মেয়ের রেজাল্ট দেখে তিনি পুরো চমকে ওঠেন। নারায়ণ বাগ বলেন, ‘নম্বর দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। কাকতালীয় হলেও বেশ লাগছে আমার। তবে মেয়ে কিন্তু শতাংশের ভিত্তিতে আমাকে হারিয়ে দিয়েছে।’ মেয়ে চায় গবেষক হতে। মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় সৌরিনি।

  • Link to this news (এই সময়)