রাজস্থানে রহস্যমৃত্যু নদিয়ার বিএসএফ জওয়ানের। শনিবার রাতে তাঁর কফিনবন্দী দেহ ফিরিয়ে আনা হচ্ছে শান্তিপুরের বাড়িতে। মৃত জওয়ানের নাম অমিত হালদার। শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের গো ভাগা কলোনির বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে খবর, গত শুক্রবার অমিতের স্ত্রীর কাছে একটি ফোন কল আসে। জানানো হয়, বিএসএফ জওয়ান বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার পরই তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ সেখানেই চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সেখানে মৃত্যু হয় তাঁর। রাতেই জানানো হয় অমিতের পরিবারকে।
মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। অমিত, স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজস্থানেই থাকতেন। কেন এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
প্রায় ১২ বছর আগে কমান্ডার হিসেবে বিএসএফ-এ যোগ দেন অমিত। ট্রেনিংয়ের সময় কৃষ্ণনগরের সীমানগড়ে পোস্টিং ছিল তাঁর। এর পর বনগাঁ সেনাবাহিনীর ব্যারাক এবং পরবর্তীকালে কাশ্মীরে পোস্টিং হয়। বর্তমানে রাজস্থানে কর্মরত ছিলেন তিনি। প্রায় ১০ বছর আগে অমিত বিয়ে করেন। তাঁদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেশীদের দাবি, এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিতি ছিল অমিতের। কারও সঙ্গে কখনও বিবাদে জড়াতেন না। তাঁর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন প্রতিবেশীরাও।