এক একটা আমের ওজন ৪-৫ কেজি। বিশালাকার এই আম মাথা ঘুরিয়ে দেবে যে কারও। সুদূর ব্রুনাইয়ের বিখ্যাত ব্রুনাই কিং আম ফলিয়ে বাংলায় তাক লাগিয়ে দিলেন হুগলির পাণ্ডুয়ার এক শিক্ষক। পাণ্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পার্থ দে-র সাধের বাগানে নানা রকমের আম গাছ রয়েছে। পেশা শিক্ষকতা হলেও, পার্থর নেশা বাড়ির বাগানে গাছ লাগানো। নানা রকমের ফলের গাছ আছে তাঁর বাগানে। যদিও ফলের আশায় নয়, ভালোবেসে সবুজের ‘চাষ’ করেন তিনি।
দেশ-বিদেশের প্রায় ২৫ রকমের আম গাছ রয়েছে শিক্ষক পার্থ দে-র বাড়িতে। মিয়াজ়াকি থেকে আমেরিকান কেন্ট, চিয়াং মাই, ইয়েলো আইভরি, বুনাই কিং, ভিয়েতনামি ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো, কী নেই তালিকায়।
এ বছর প্রথম বার ব্রুনাই কিং ফলেছে পার্থর বাগানে। তিনি বলেন, ‘আমার প্রায় ২২-২৪ রকম বিদেশি আম গাছ আছে। ব্রুনাই কিংগুলি এখনই ৩ কেজি ওজনের হয়েছে। এক একটা আম ৫ কেজির কাছাকাছি হবে। সকলে মিয়াজ়াকির কথা বলেন। তবে ব্রুনাই কিং খেলে মিয়াজ়াকি ভুলে যাবেন। এ বার তো ১০টার মতো আম হয়েছে।’ শ্রাবণের শেষে পাকবে এই বিশেষ আম, ততদিনে আমের ওজন আরও বাড়বে। স্কুলে পড়ান পার্থ।
পার্থ জানান, লক্ষাধিক টাকার গাছ রয়েছে এ বাগানে। স্কুল থেকে ফিরে নিজেই গাছের পরিচর্যা করেন। দিনকে দিন যে ভাবে উষ্ণতা বাড়ছে, তার জন্যই এত গাছ লাগিয়েছেন। তাঁর ইচ্ছে, এই সবুজায়ন, অন্যদেরও অনুপ্রেরণা দিক। কিন্তু এত ফল, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও তো থাকে? পার্থ দে জানান, এই এলাকায় সেসব উপদ্রব নেই। বরং কেউ এসে চেয়ে নিয়ে গেলে, খুশিই হন তিনি।