• জগন্নাথ বিগ্রহের কাঠ এল কোথা থেকে, দিঘার মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন কোন সেবায়েতরা, তদন্তের নির্দেশ ওড়িশার
    আজকাল | ০৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিঘায় নবনির্মিত এবং সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ দেবের মন্দির নিয়ে তৈরি হওয়া বিতর্কগুলি নিয়ে তদন্তের নির্দেশ দিল ওড়িশা সরকার। শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে লেখা এক চিঠিতে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন নবনির্মিত দিঘা মন্দিরের নাম জগন্নাথ ধাম রাখা, নতুন মন্দিরের অভিষেক অনুষ্ঠানে পুরীর সেবায়েতদের অংশগ্রহণ এবং নবকলেবর রীতিনীতির পর উদ্বৃত্ত পবিত্র নিম কাঠ ব্যবহার করে নতুন মন্দিরের জন্য প্রতিমা তৈরির বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। 

    এই বিষয়গুলিকে 'সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য' বলে অভিহিত করে তিনি বলেন, জগন্নাথ সংস্কৃতি সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য সাড়ে চার কোটি ওড়িয়া মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তিনি পুরী মন্দির প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

    মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। বহু সেবায়েত এবং ভক্তরা মন্দিরটিকে 'ধাম' নামকরণের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, এই নামটি পুরীর মূল মন্দিরের। তাঁরা দিঘা মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে পুরীর মন্দিরের সেবায়েতদের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন। 

    দিঘা মন্দিরের উদ্বোধনে অংশগ্রহণের জন্য সমালোচনার মুখে পড়ে পুরীর জগন্নাথ মন্দিরের প্রবীণ সেবায়েত রামকৃষ্ণ দাসমহাপাত্র জানিয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

    দিঘার মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পাথরের মূর্তি পূজা করা হচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভক্তরা। ঐতিহ্য অনুসারে, এই তিন দেবতার মূর্তি নিম কাঠের তৈরি হতে হবে।

    দাসমহাপাত্র বলেন, "পাথরের মূর্তিগুলি গত তিন মাস ধরে নতুন মন্দিরে ছিল এবং পূজা করা হচ্ছিল না। পুরীতে আমার তত্ত্বাবধানে নিম কাঠ দিয়ে মূর্তিগুলি তৈরি করা হয়েছিল। তারপর আমি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মূর্তিগুলি দীঘায় নিয়ে গিয়েছিলাম।"
  • Link to this news (আজকাল)