• পালাতে গিয়েও হল না শেষরক্ষা, ভারত-পাক উত্তেজনার আবহে নদীয়ায় বড় সাফল্য পুলিশের...
    আজকাল | ০৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পালাতে গিয়ে নদীয়ার হাঁসখালীতে গ্রেপ্তার হল সাত বাংলাদেশি। এদের মধ্যে তিনজন মহিলা ও চারজন পুরুষ। ধৃতরা বাংলাদেশের খুলনা, যশোর, কক্সবাজার ও কুষ্টিয়ার বাসিন্দা। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বেতলা চারতলা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়েছে। 

    পহেলগাঁও হত্যাকাণ্ডের পর দেশজুড়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। যার জেরে রাজ্যে রাজ্যে পুলিশ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। শুরু হয় ধরপাকড়। পুলিশের এই ধরপাকড়ে ভীত হয়ে ভারত থেকে বাংলাদেশে পালাতে যাচ্ছিলেন এই বাংলাদেশিরা। কিন্তু শেষরক্ষা হল না। ধরে ফেলল পুলিশ। 

    প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বছর চারেক আগে এই বাংলাদেশিরা উত্তর ২৪ পরগণার সীমান্ত হয়ে এদেশে প্রবেশ করে। এরপর কাজের সন্ধানে চলে যায় দিল্লি, গুজরাট ও মুম্বাইয়ে। ওই রাজ্যের পুলিশ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালালে তাঁরা ফের বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য নদীয়া সীমান্তকে বেছে নেন। কিন্তু এরাজ্যের পুলিশের তৎপরতায় শেষপর্যন্ত ভেস্তে যায় তাদের ছক। কারা এদের এদেশে ঢুকতে সাহায্য করেছিল সে সম্পর্কে তদন্ত করছে পুলিশ।
  • Link to this news (আজকাল)