কোথায় তৈরি হয়েছে এই হেরোইন! তাজ্জব পুলিশ, উদ্ধার প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র ও গুলি...
আজকাল | ০৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ হেরোইন পাচার করতে গিয়ে শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের উন্নত মানের হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত আব্দুল করিম-এর বাড়ি লালগোলা থানার অন্তর্গত চাটাইডুবি গ্রামে।
পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশের একটি দল শ্রীমন্তপুর এলাকায় এস এম গার্লস স্কুলের কাছে সাদা পোশাকে অপেক্ষা করছিল। আব্দুল করিম ওই এলাকায় পৌঁছতেই পুলিশের দল তাকে ঘিরে ধরে। এরপর তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই মাদক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি অত্যন্ত এই উন্নত মানের এই হেরোইন আধুনিক কোনও পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছিল। ধৃত ওই হেরোইন বাংলাদেশের বাজারে পাচারের চেষ্টা করছিল।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। ধৃতের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে অপর একটি ঘটনায় ভারত থেকে বাংলাদেশ পাচারের আগে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করল জলঙ্গি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ সাহেবরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় চারটি উন্নত মানের ৭ এমএম পিস্তল, আটটি খালি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড বুলেট।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকদের নাম জয়প্রকাশ মণ্ডল এবং সুরজ মণ্ডল। তাদের বাড়ি মালদহ জেলায়। জলঙ্গি থানা এলাকার এক অস্ত্র কারবারি উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের অর্ডার দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। পুলিশের অনুমান এই বুলেট এবং আগ্নেয়াস্ত্র বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের।