• মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার ...
    আজকাল | ০৪ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবছর মাধ্যমিকে নজরকাড়া ফলাফল করেছে কোচবিহারের বোচামারি হাই স্কুলের ছাত্র বিকাশ বর্মন। তাঁর প্রাপ্ত নম্বর ৫৯৮। বিকাশের এমন সাফল্যে খুশি তার বাবা বিপুল বর্মন ও মা আরতি বর্মন। আগামী দিনে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে বিডিও হওয়ার স্বপ্ন রয়েছে কৃতী ছাত্র বিকাশের। তার বাড়ি শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের রসিকবিল মিনি জু লাগোয়া এলাকায়। বাবা বিপুল বর্মন পেশায় রাজমিস্ত্রি। মা আরতি দেবী গৃহবধূ। পারিবারিক আয় খুব বেশি না হলেও ছেলের লেখাপড়ায় খামতি রাখেননি তাঁরা। 

    ফলাফল প্রকাশের পরদিন শনিবার বিকাশের মা আরতি দেবী জানান, ছেলের সাফল্যে তাঁরা দারুণ খুশি। তাঁরা আশা করছেন উচ্চমাধ্যমিকে আরো ভালো ফল করবে বিকাশ। ছেলের ভবিষ্যতের  লেখাপড়ার  ক্ষেত্রে ছেলের ইচ্ছেকেই প্রাধান্য দিতে চান তাঁরা। কষ্ট হলেও ছেলের পড়াশোনা খরচে কোনও খামতি রাখতে নারাজ এই পরিবার৷ 

    বিকাশের কথায়, আপাতত কলা বিভাগে বোচামারি হাই স্কুলে ভর্তি হতে চাই। মাধ্যমিকে ভালো ফলের পেছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে বাবা-মায়ের। তবে স্কুলের শিক্ষক- শিক্ষিকাদের অবদানও কম নয়। তাঁদের সহযোগিতা না পেলে এত ভালো করা সম্ভব হত না। দিনে গড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতো বিকাশ। তবে অর্থাভাবে সমস্ত বিষয়ে আলাদা প্রাইভেট শিক্ষক ছিল না। লেখাপড়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে বিকাশ।

    বাবা বিপুল বর্মন জানান, ছেলে দিনরাত পড়ত। উচ্চশিক্ষায় আর্থিকভাবে সরকারি সুযোগ-সুবিধা পেলে খুব ভালো হয় বলে জানান বিকাশের বাবা।
  • Link to this news (আজকাল)